বর্তমান বিশ্বে ফ্রিজের চাহিদা এমন ভাবে বৃদ্ধি পেয়েছে ,যেখানে মনে হয় ফ্রিজ ছাড়া জীবন টাই অচল।যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে ধনী গরিব সবাই এখন ফ্রিজের ওপর নির্ভর হয়ে পড়ছেন।বর্তমান বাংলাদেশের পরিবার গুলো ছোট পরিবার।যেখানে একটি পরিবার বসবাস করে থাকেন সবোচ্চ ৪/৫জন সদস্য। যেই কারনে রান্না-বান্নার ঝামেলা কমাতে মানুষ শর্ট টেকনিক অবলম্বন করছেন।একদিন রান্না করে তা ফ্রিজে ভরে রেখে দীর্ঘদিন যাবত ভক্ষণ করছেন।এমন কি এক সিজনের ফল মূল অন্য সিজম পর্যন্ত খেতে পারছে।তাই মানুষের দৈনন্দিন জীবনে অতপ্রত ভাবে জড়িয়ে গেছে।
ইলেকট্রনিক্স জগতে কোন ফ্রিজ বেশি চলছে ;
ইলেকট্রনিক্স জগতে বর্তমানে সবচেয়ে বেশি গ্রাহক তৈরি করেছে এমন কি মানুষের কাছে বেশি আকর্ষনীয় হয়ে উঠেছে বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড ওয়ালটন। ওয়ালটন ফ্রিজ তৈরিকৃত প্রতিষ্ঠানটির নাম ওয়াটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।যেটি ঢাকা বিভাগের গাজীপুর জেলার চন্দ্রায় অবস্থিত।
ওয়ালতন ফ্রিজ সম্পকৃত তথ্য অনুযায়ী দেখা যায় দেশের প্রায় ৮০ শতাংশ পরিবারেই রয়েছে ওয়ালটন ফ্রিজ।
ওয়ালটন ফ্রিজ কেন সেরা?
সবারই এই প্রশ্ন জাগতে পারে দেশে এত ফ্রিজ থাকতে ওয়ালটন ফ্রিজ কেন সেরা? ওয়ালটন ফ্রিজ দেশের তৈরি একটি প্রতিষ্ঠান যা দেশ সহ দেশের বাইরে প্রায় ৪০টি দেশে বানিজ্য করছে।এমন কি ইউরোপ,আমেরিকা,আফ্রিকা,মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের সাথে বানিজ্যিক সম্পর্ক স্থাপন করেছে।এবং দেশের সুনাম বৃদ্ধি করছে।
ওয়ালটন পন্যের গু্গনত মান অন্যান্য ফ্রিজের তুলনায় অতুলনীয় এমন কি সেবা সংক্রান্ত বিষয়েও যথেষ্ট সুনাম অর্জন করেছে ওয়ালটন। ফ্রিজ,টেলিভিশন সহ অন্যান্য পন্যের সার্ভিস সংক্রান্ত সুবিধা শুধুমাত্র ফোন দিলেই পাওয়া যায়।
ওয়ালটন ফ্রিজের কি কি বৈশিষ্ট্য রয়েছে;
ওয়ালটন ফ্রিজ সম্পর্কে আলোচনা করতে গেলেই ওয়ালটন ফ্রিজের বৈশিষ্ট্য সম্পর্কে প্রশ্ন চলে আসে,তাই সেই প্রশ্নের উত্তর জানুন নিচে---
প্রথমত ওয়ালটন ফ্রিজ বিদ্যুত সাশ্রয়ী।কারন এতে ব্যবহৃত হয়েছে উন্নত মানের কপার কন্ডেশার।যা ৬০% পর্যন্ত বিদ্যুত সাশ্রয় করে থাকে।
দ্বিতীয়ত এটি খাবার দীর্ঘদিন সতেজ রাখে।
তৃতীয়ত উন্নত মানের R600 গ্যাস ব্যবহৃত হয়েছে।যা স্বাস্থ্যর কোন প্রকার ক্ষতি সাধন করেনা।
চতুর্থত ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাকটেরিয়া ধংস করে যেই কারনে খাবার থাকে দীর্ঘদিন সতেজ এবং তরতাজা।
এটিতে ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি ব্যবহৃত হয়েছে।
উন্নতমানের গ্লাস ডোর ব্যবহৃত হয়েছে সেই সাথে উন্নত মানের তার ব্যবহার করা হয়েছে।
ওয়ালটন ফ্রিজের ১২ বছরের কম্প্রসর গ্যারেন্টি সহ ৫বছর ফ্রি সার্ভিস এমন কি চার বছর স্পেয়ার পার্টস ফ্রি এছাড়াও ১বছর হোম সার্ভিস একদম ফ্রি।
ওয়ালটন দেশের উন্নয়নে কেমন ভূমিকা রাখছেঃ
ওয়ালটন গ্রুপ দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে।ওয়ালটন দেশের উন্নয়নে ব্যাপক আমূল পরিবর্তন করেছে।এখানে প্রায় ৫০ হাজার কর্মী সংযুক্ত র্যেছে।এছাড়াও প্রতিটি উপজেলায় একটি করে প্লাজা স্থাপন করে অনেক কর্মী নিয়োগ দিয়ে দেশের বেকারত্ব সমস্যা দূরীকরনে অতুলনীয় এবং অভাবনীয় ভুমিকা পাওলন করছে।দেশে মোট ৫৭৬টি প্লাজা স্থাপন করেছে আরও বেশ কয়েকটি স্থাপনের জন্য প্রচেষ্টায় আছে।
ওয়ালটুল গ্রপের পরিকল্পনা অনুযায়ী আগামী ২০২৫ সালের মধ্যে আরোও ১০ হাজার কর্মী নিয়োগ দিবে বিভিন্ন ওয়াল্টন প্লাজায়।
ওয়ালটন কোন ধরনের ফ্রিজ তৈরি করে;
ওয়ালটন সাধারনত ফ্রষ্ট এবং নন ফ্রস্ট দুই ধরনের ফ্রিজই তৈরি করে থাকে।তারমধ্যে বেশির ভাগ ফ্রিজ ফস্ট হয়ে থাকে।এছাড়াও ওয়ালটন শুধু মাত্র ডিপ ফ্রিজ তৈরি করে থাকে।।
ওয়ালটন নন ফ্রস্ট ফ্রিজ সম্পর্কে জানতে ওয়ালটন ফ্রিজ দামে সাশ্রয়ী,মানেও সেরা এই লেখার ওপর ক্লিক করুন।
ওয়ালটন ফ্রষ্ট ফ্রিজ সম্পর্কে জানুন ওয়ালটন ফ্রস্ট ফ্রিজ এই লেখাটির ওপর ক্লিক করুন।
ওয়ালটন ফ্রিজের দাম কেমন ?
ওয়ালটন ফ্রিজের দাম তুলনা মূলক অনেক কম।তবে বর্তমানে পারপার্শ্বিক অবস্থায় কিছুটা ঊর্দ্ধগতির।সর্বনিম্ন ২৫৬৯০ টাকা হতে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত রয়েছে।ব ওয়ালটন ফ্রিজের দাম জানতে ওয়ালটন ফ্রিজের মূল্য তালিকা ২০২২ ।walton fridge price in bangladesh এখানে ক্লিক করুন।
ওয়ালটন পণ্য কিস্তিতে নেবার নিয়মঃ
ওয়ালটন পন্য কিস্তিতে
ক্রয় করার নিয়ম ২০২২
ওয়ালটন পন্য কয়ের ক্ষেত্রে অনেক সুবিধা প্রদান করেছে।ওয়ালটনের সকল প্রকার প্য নগদ এবং কিস্তির মাধ্যমে ক্রয়ের সুবিধা আছে। ৬মাস,১৮মাস,৩৬মাস মেয়াদে কিস্তিতে পন্য বিক্রয় করে থাকে ওয়ালটন।
কিস্তিতে পন্য কিনতে হলে পাশে কিংবা যেকোন ওয়ালটন প্লাজায় যোগাযোগ করতে হবে।
কিস্তিতে পন্য ক্রয়ের ক্ষেত্রে কিছুটা শর্ত রয়েছে।আর তা হল প্রত মাসে কিস্তির টাকা সরাসরি কিংবা বিকাশ এ্যাপসের মাধ্যমে প্রদান করা যাবে।
কিস্তির মাধ্যমে কোন পন্য ক্রয় করতে হলে কমপক্ষে ৫০০০টাকার সমপরিমান কিনবা তদুর্দ্ধ টাকার কিস্তি ক্রয় করতে হবে। ক্রেতা,গ্যারেন্টারসহ ভোটার আইডি কার্ড এবং ছবি সহ শশরীরে উপস্থিত হতে হবে।এছাড়াও যেকোন পন্যের ওপর কম পক্ষে ৩০% অর্থ জমা দিতে হবে।এছাড়াও অনলাইনে পন্য ক্রয় করতে পারবেন।
অনলাইনে পন্য ক্রয় করতে অনলাইনে ওয়ালটন পন্য ক্রয় করুন এখানে ক্লিক করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন