আপনি কি জানেন অনলাইনে ইউটিউবের মাধ্যমে অল্প সময়ের মধ্যে ইনকাম করা যায়।কিন্তু কিভাবে How to make money online on Youtube । এমন প্রশ্ন অজানা সকলের কাছে প্রশ্ন হতে পারে।তবে আপনি যদি না জেনে থাকেন যে কিভাবে অনলাইনে ইউটিউব থেকে ইনকাম করা যায় তাহলে আজকের এই লিখাটি আপনার জন্য সেজন্য আপনাকে পুরো লিখাটি মনোযোগ সহকারে দেখতে হবে।
বর্তমান পৃথিবীতে প্রায় ৮০% লোকের হাতে রয়েছে স্মার্ট ফোন যাকে আমরা বলি টাচ ফোন।আর যার হাতে রয়েছে তারা প্রায় সকলেই ইউটিউবে বিভিন্ন প্রকার ভিডিও দেখি এবং তা থেকে অনেক কিছু শিখে থাকি।যেমন ঃরান্না বান্না,পড়াশুনা এমন কি বিভিন্ন টেকনলজিক্যাল ভিডিও দেখি।তাই সকলে Youtube সম্পর্কে জানি এবং বুঝি।আর এই Youtube থেকেই অনলাইনে ইনকাম করা যায়।আমরা প্রতি নিয়ত অসংখ্য সময় ব্যয় করি এই Youtube এর ভিডিও দেখতে দেখতে।তাই আজকে আমি আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে আলোচনা করব।যেন এ থেকে আপনারাও ইনকাম করতে পারেন এবং তা খুব সহজেই।তবে চলুন বিস্তারিত জানি এবং শুরু করি কিভাবে ইউটিউব থেকে অনলাইনে ইনকাম করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি How to make money online on Youtube।
আমি কীভাবে ইউটিউব থেকে অনলাইনে অর্থ উপার্জন করতে পারি?How can I earn money online from YouTube?
youtube থেকে ইনকাম করতে হলে প্রথমত আপনার একটি জিমেইল এক্যাউন্ট থাকতে হবে।আর তা আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটারে Login করে রাখতে হবে।
Step 1: Create a YouTube Channelঃ ইউটিউব থেকে ইনকাম করার জন্য প্রথমত একটি YouTube Channel Create করতে হবে।একটি জিমেইল থেকে একাধিক ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন।আপনি আপনার চ্যানেলে কোন ধরনের Content আপলোড করতে চান সেই ক্যাটাগরি নির্ধারন করতে হবে। YouTube Channel খোলার পর সেটিকে SEO(Search Engine Optimization) সমৃদ্ধ করে তুলতে হবে।
>SEO(Search Engine Optimization) প্রধানত ২প্রকার ঃ-
১। অন পেজ SEO এবং
২।অফ পেজ SEO
- ইনভেস্টমেন্ট ছাড়ায় ডিজিটাল মার্অকেটিং এর মাধ্যমে অনলাইনে ইনকাম
- ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনলাইনে ইনকাম
Step 2: Enable Your Channel for Monetisation ঃইউটিউবে ইনকাম করার জন্য কিছু নিয়ম নীতি অবশ্য বিদ্যমান।ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেটিকে মানুষের কাছে পৌছানোর জন্য কন্টেন্ট আপলোড করতে হবে।মানুষ যে ধরনের ভিডিও আশা করে সে সকল ভিডিও আপলোড করে সে সকল মানুষের কাছে পৌছাতে হবে।আর মানুষের কাছে গ্রহন যোগ্যতা পেতে Quality সম্পন্ন কন্টেন্ট আপলোড করতে হবে।
ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন চালু করতে অবশ্যই ইউটিউবের নিতি অনুযায়ী ১০০০ সাবস্ক্রাইবার সেই সাথে ৪০০০ ঘন্টা ভিডিও দেখার সময় হতে হবে।অনথায় ইউটিউবে মনিটাইজেশন আবেদন করা যাবে না।
তবে একটি গুরুত্বপূর্ণ কথা না বললেই না ভিডিও ঘন্টা বাড়ানোর জন্য নিজের ভিডিও নিজে দেখা যাবে না ।ভুল বসত দেখে থাকলে মনিটাইজেশইনের জন্য আবেদনের অযোগ্য হিসেবে গন্য হবে এবং ইউটিউউব চ্যানেলটি বাতিল হতে পারে।
Step 3: Connect Your Channel To AdSense; ইউটিউবের নীতি অনুযায়ী ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা পূর্ণ হলে এবং আপনার ভিডিও ইউটিউব নীতি অনুযায়ী সঠিক হলে Monetisation পেয়ে থাকবেন।এরপর যা করতে হবে তা হল একটি AdSense একাউন্ট তৈরি করতে হবে এবং তা ইউটিব একাউন্টের সাথে সংযুক্ত করতে হবে।
Step 4: Review Video Criteria and Ad Formatsঃ AdSense একাউন্ট সংযুক্ত করার পর আপনার আপলোড কৃত ভিডিওর Criteria অনুযায়ী আপনার কন্টেন্টে এ্যাড শো করবে।আর সেই এ্যাড যখন মানুষ ভিউ করবে তখন আপনার শুরু হবে ইনকাম।আপনি হবেন সার্থক।আপনার ভিডিও বা কন্টেন্ট যদি মানুষের অন্তরে গেথে যায় তাহলে আর আপনাকে পিছন ফিরে দেখার দরকার হবে না।তাই কন্টেন্ট তৈরির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।
Step 5: Monetise Videos with Adsঃ মনিটাইজ প্রাপ্ত YouTube Channel এ প্রদর্শিত Ads গুলোকে গুগল অটোমেটিক শো করবে।অথবা আপনি চাইলেও Ads গুলোকে নিজের ইচ্ছে অনুযায়ী শো করাতে পারেন। তবে একটি গুরুত্বপূর্ণ কথা হলো যে আপনার ভিডিও মানুষের কাছে গ্রহন যোগ্যতা পেলেও যেন Ads এর জন্য বিরক্তকর হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
পরিশেষে কিছু কথাঃ সব সময় একটি কথা মনে রাখতে হবে ''লোভে পাপ আর পাপে হয় মৃত্যু''Greed is sin and sin is death ।কারণ হলো বেশি ইনকাম করার জন্য নিজের ভিডিও দেখা এমন কি এ্যাডস এ ক্লিক করার মাধ্যমে বেশি ইনকাম করতে গেলে মনিটাইজেশন সাস্পেন্ড হয়ে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন