কোন ইনভেস্টমেন্ট ছাড়ায় কিভাবে অনলাইনে ইনকাম করা যায় সেই সম্পর্কে আলোচনা করব—বিস্তারিত জানতে পুরো লেখাটি পড়ুন আর ভাল লাগলে পাশে থেকে আমাদের উৎসাহ প্রদান করুন।
কোন ইনভেস্টমেন্ট ছাড়ায় কিভাবে ইনকাম করা যায় How to earn without any investment??
অনেকেই বলেন
আমার তো টাকা পয়সা নেই ,আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে
পারি কোন প্রকার ইনভেস্টমেন্ট ছাড়ায়। তাদের জন্য আমাদের আজকের এই লেখাটি।যদি আপনার
একটি স্মার্ট ফোন অথবা কম্পিউটার থেকে থাকে তাহলেই আপনি করতে পারেন এই কাজটি। কাজটি
হল অন্য কোন প্রতিষ্ঠান ব্যক্তি কিংবা নিজস্ব পন্য অনলাইনে বিক্রয় করার মাধ্যমে অনলাইন
থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। অনলাইনে অন্যর পন্য বিক্রয় প্রচার প্রসার
ইত্যাদি করার মাধ্যমে যে কাজ করা হয় তাকে বলে ডিজিটাল মার্কেটিং।
ডিজিটাল মার্কেটিং কী What is Digital Marketing?
?
ডিজিটাল মার্কেটিং
সম্পর্কে ধারনা নেই এমন মানুষ খুজে পাওয়া হয়তো দুস্কর ব্যাপার। কারন বর্তমান যুগ হল
ডিজিটাল যুগ।এসময় হাতে স্মার্ট ফোন নেই এমন মানুষ কিঞ্চিৎ পরিমান দেখা যায়।এখন সব কিছুওই
ডিজিটাল হয়ে যাচ্ছে। মানুষ বাজারে না গিয়ে স্মার্ট ফোনের মাধ্যমে অর্ডার করছে ব্যবহার্য
সকল পন্য সামগ্রী।
আর তাই প্রতিনিয়ত
গড়ে উঠছে হাজার হাজার অনলাইন দোকান।মানুষ এখন চাইলেই ঘরের বসে অর্ডার করতে পারছে আর
এই অর্ডার কৃত পন্য বাসায় বাসায় পৌছানোর মাধ্যমে অনেকের বেকারত্ব দূর হচ্ছে। ডিজিটাল
মার্কেটিং বিষয়টি এমন একটি বিষয় যেখানে বিশাল
এক সমষ্টি সংযুক্ত।
ডিজিটাল মার্কেটিং এ কিভাবে কাজ করে How does digital marketing work??
অনলাইনে ঘরে
বসে বিভিন্ন সোস্যাল মাধ্যম ব্যবহার করে যযে সকল পন্য সামগ্রী বিক্রয় করতে চাই তার
প্রচার প্রচারনার মাধ্যমে প্রসার ঘটানোর মাধ্যমে সকলের কাছে পৌছানোর মাধ্যমে মানুষকে
আকৃষ্ট করা এবং বিক্রয় করায় হল ডিজিটাল মার্কেটিং।বর্তমানে
ফেসবুক,টুইটার ইন্সটাগ্রাম,লিংকডিন,ঈউটিউব ইত্যাদি ব্যবহার সকলেই করে থাকে তাই সকলের
কাছে পন্যর প্রচারনা বেশ সহজ এবং স্বল্প সময় সাপেক্ষ।তাই এটির গুরুএও দিন দিন বেশ বৃদ্ধি
পাচ্ছে।
ডিজিটাল মার্কেটিং এর সুবিধা Advantages of Digital Marketing: ঃ
ডিজিটাল মার্কেটিং
এ কাজ করার জন্য একটি মাধ্যম প্রয়োজন আর সেই মাধ্যম টি হল সোশ্যাল মিডিয়া। যেটি সম্পর্কে
সবাই অবগত। সোশযাল মিডিয়ার জন্য ডিজিটাল মার্কেটং আরও ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। ডিজিটাল
মার্কেটিং এর সুবিধা সমুহ আলোচনা করা হলঃ
১/ স্বল্প সময়ে
সকলের কাছে পৌছানোঃ খুব সহজে স্বল্প সময়ে বিশাল অডিয়েন্সের কাছে পোঁছানো
যায়
বলে
ডিজিটাল
মার্কেটিং
অনেক
জনপ্রিয়তা
অর্জন
করেছে।
এছাড়াও
ডিজিটাল
মার্কেটিং
এর
আরো
অনেক
সুবিধা
বিদ্যমান,
চলুন
জেনে
নেওয়া
যাক
ডিজিটাল
মার্কেটিং
এর
উল্লেখযোগ্য
সুবিধাসমূহ
সম্পর্কে।
২/বিশ্বব্যাপী প্রচারনাঃ
ডিজিটাল মার্কেটিং এ বিশ্বব্যাপী অডিয়েন্সের কাছে পৌছানের জন্য এটি একটি জনপ্রিয় মাধ্যম।ইচ্ছা
অনুযায়ী বিজ্ঞাপন ছাড়া সকল গ্রাহকের কাছে পৌছানো যায়।
৩/স্বল্প খরচ ঃ ডিজিটাল মার্কেটিং
এ খরচ নেই বললেই চলে তবে যে টুকু খরচ হয়ে থাকে তা শুধু প্রাথমিক পর্যায়ে গ্রাহকদের
কাছে পৌছানোর জন্য।
৪/ নির্দিষ্ট ফলাফল অর্জনঃ
অনলাইনের বিজ্ঞাপন প্রচার করার জন্য চাহিদা অনুযায়ী গ্রাহক নির্ধারন করা যায় তাই আশা
নরুপ ফলাফল প্রাপ্তির আশা থাকে।তাই ডিজিটাল মার্কেটিং বেষ জনপ্রি হয়ে উঠছে।
ডিজিটাল মার্কেটিং করা যায়
এমন কিছু কিছু দেশি বিদেশী সাইটঃ
নিজেদের পন্য অন্যর মাধ্যমে
বিক্রয় করার জন্য সেই সকল প্রতিষ্ঠান কিছুটা কমিশন প্রদান করে থাকে এমন কিছু সাইট গুলোর
নাম নিম্নে দেওয়া হলঃ
>এ্যামাজন
>আলীবাবা.কম
>ডারাজ.কম
>পুতুল হোষ্ট
>ইবেই ইত্যাদি
Digital Marketing করার এই কাজকে কি হিসেবে গন্য করা হয় What is considered as the work of digital marketing??
Affiliate Marketing কে সাধারণ ভাবে বলা যায় অন্যের প্রডাক্ট মার্কেটিং করা । অন্যর পণ্য বিক্রি করে যে কমিশন পাওয়া যায় সে কমিশনকে অ্যাফিলিয়েট কমিশান বলে। যেমন আমার দোকানের মাল আপনি প্রচার প্রচারনা করে বিক্রি করলেন। তার বিনিময়ে আপনাকে কিছু কমিশান দিলাম । সারা বিশ্বে হাজার হাজার কোম্পানি অ্যাফিলিয়েট অপশন রাখার ফলে তাদের প্রচুর প্রোডাক্ট বিক্রি হয় এবং হাজার হাজার মার্কেটার এই প্রডাক্ট বিক্রি করে কমিশন নিচ্ছে । Amazon, Alibaba, Themeforest, ebey, Daraz সহ প্রায় সব বড় বড় কম্পানি অ্যাফিলিয়েট কমিশান দিয়ে থাকে। তবে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে Amazon affiliate. অ্যাফিলিয়েট মার্কেটিং বিভিন্ন ভাবে করা যায়।
এই সব ছাড়াও Digital Marketing এর ক্ষেত্র আরো ব্যাপক ও বিশাল। Digital World এর Digital সব প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্ব প্রতিনিয়িত এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রতিটি মাধ্যমে সফলতার জন্য প্রয়োজন সঠিক নিয়ম মেনে কাজ করা। Digital Marketing এর প্রতিটি সেক্টরের জন্য রয়েছে ভীন্ন ভীন্ন কৌশল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন