কম্পিউটারে উন্নতমানের কিবোর্ড এবং মাউস সম্পর্কিত আপডেট Logitech Mk270 Wirelkess Keyboard Buy online - MUSHITECHBANGLA

Latest

Welcome to mushitechbangla website.this is a techbangla website.Every post releted to tech.how to make a blog site,how to write a content and how to make money online easily .if you like and want to post.please follow the mushitechbangla.and follow the youtube channel.my youtube channel name MUSHITECHBANGLA.

আমার ব্লগ তালিকা

সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

কম্পিউটারে উন্নতমানের কিবোর্ড এবং মাউস সম্পর্কিত আপডেট Logitech Mk270 Wirelkess Keyboard Buy online

 Logitech MK270 Wireless Keyboard And Mouse Combo For Windows

কম্পিউটার চালাতে প্রয়োজনীয় যন্ত্রপাতির প্রয়োজন বেশ কিছুটা।যেমন,মাউস,কিবোর্ড,প্রিন্টার,স্ক্যানার ইত্যাদি।তবে এর মধ্যে কিবোর্ড এবং মাউস অন্যতম।যেগুলো ছাড়া কঅম্পিঊটার চালানো বেশ যন্ত্রনাদায়ক। তাই আজ কথা বলব এই দুইটি জিনিস নিয়ে…বিস্তারিত জানতে পুরোটা পড়ুন এবং প্রয়োজন হলে ক্রয় করে ফেলুন খুব সহজে।।

 

কিবোর্ড কী?

কিবোর্ড কি এমন প্রশ্ন অনেকের প্রশ্ন আস্তে পারে তবে জানা হয়তো সবারই।কিবোর্ড হল কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে কম্পিউটারে টাইপ করার জন্য কিংবা কোন কিছু কমান্ড করার জন্য ৮০-৯০টা বাটন সম্বলিত পাতলা বোর্ডকে কিবোর্ড বলে।কিবোর্ডে সাধারনত ৯০ থেকে ১০০টি key  বা বাটন থাকে।প্রতিটি কিবোর্ডের ব্যবহার আলাদা আলাদা হয়ে থাকে।

 

মাউস কি?

মাউস অর্থ ছুঁচো বা ইদুর। অর্থাৎ ইদুরের মত দেখতে ছোট একটি যন্ত্র যার সাহায্য কম্পিউটারে কমান্ড দেওয়া এবং কার্শরটি এদিক সেদিক নড়াচড়া করার জন্য যে জিনিস টি ব্যবহার করা হয় তাকেই মাউস বলা হয়।মাউস ছাড়া কম্পিউটারে ব্যবহারের ক্ষেত্রে অনেক বিড়ম্বনায় পড়তে হয়।

 

কম্পিউটারের যন্ত্র হিসেবে এগুলোর সুবিধা এবং গুরত্বঃ

কম্পিউটার আধুনিক যুগে একটি গুরুত্বপূর্ণ যযন্ত্র যেটি ছাড়া বর্তমানে কোন কাজই সঠিক ভাবে করা হয়না।বর্তমানে চিকিতসা,শিক্ষা,কৃষি ইত্যাদি  সব ক্ষেত্রেই কম্পিউটার ব্যবহার হয়ে থাকে।আর কম্পিউটারে কাজ করতে হলে ছোট বড় অনেক যন্ত্র পাতির প্রয়োজন পড়ে থাকে। তার মধ্যে মাউস কিবোর্ড অন্যতম।

 

কিবোর্ড এবং মাউসের সাহায্য কাজ করার সুবিধা অনেক বিস্তারিত জানতে নিচে দেখুন;

 

>অতি দ্রুত কাজ করার ক্ষেত্রে এগুলো বেশ উপযোগি;

>কম্পিউটারে কোন কমান্ড করতে এগুলোর ব্যবহার হয়ে থাকে।

>কোন কিছু লেখালেখির জন্য প্রয়োজন পড়ে কিবোর্ডের।

>কম্পিউটারে কোন নির্দেশ প্রদানের জন্য কিবোর্ড ছাড়াও মাউসের ব্যবহার হয়ে থাকে।

>কিবোর্ডে অনেক গুলো বাটন থাকায় বিভিন্ন কাজের জন্য বিভিন্ন বাটনের ব্যবহার করা হয় যা একখানেই পাওয়া যায় । এমন আরও অনেক সুবিধা রয়েছে।

 

কম্পিউটারে ব্যবহার উপযোগি কিবোর্ড এবং মাউস কোনটি?

Logitech MK270 Wireless Keyboard AndMouse Combo For Windows

LOGITECH MK270


কম্পিউটারে ব্যবহারের জন্য উন্নত মানের কিবোর্ড ব্যবহার বেশি আরামদায়ক।কাজ করার ক্ষেত্রে কম্পোর্ট অনুভব করা যায়।এমনি একটি কিবোর্ড মডেলের নাম  Logitech MK270 যেটি ওয়্যারলেস বা ব্লতুথ সিস্টেম।

 

লজিটেক এমকে২৭০ মডেলের কিবোর্ডের বৈশিষ্ঠ্যঃ

নির্ভরযোগ্য প্লাগ এবং প্লে: ইউএসবি রিসিভার 33 ফুট (1) পর্যন্ত একটি নির্ভরযোগ্য ওয়্যারলেস সংযোগ প্রদান করে, যাতে আপনি ড্রপ-আউট এবং বিলম্বের কথা ভুলে যেতে পারেন এবং আপনি যেখানেই আপনার কম্পিউটার ব্যবহার করেন সেখানেই এটি নিতে পারেন

টাইপ ইন কমফোর্ট: এই কীবোর্ডের ডিজাইন লো-প্রোফাইল, শান্ত কী এবং পূর্ণ আকারের F-কী, নম্বর প্যাড এবং তীর কীগুলির সাথে স্ট্যান্ডার্ড লেআউটের জন্য একটি আরামদায়ক টাইপিং অভিজ্ঞতা তৈরি করে।

Logitech Keyboard and mouse Useing Life time


টেকসই এবং স্থিতিস্থাপক: এই পূর্ণ-আকারের ওয়্যারলেস কীবোর্ডটিতে একটি স্পিল-প্রতিরোধী নকশা (2), টেকসই কী এবং সামঞ্জস্যযোগ্য উচ্চতা সহ বলিষ্ঠ কাত পা রয়েছে

দীর্ঘ ব্যাটারি লাইফ: MK270 কম্বো একটি 36-মাসের কীবোর্ড এবং 12-মাসের ব্যাটারি লাইফ (3), চালু/বন্ধ সুইচগুলির সাথে আপনাকে ব্যাটারি পরিবর্তনের ঝামেলা ছাড়াই মাসের পর মাস যেতে দেয়।

ব্যবহার করা সহজ: এই ওয়্যারলেস কীবোর্ড এবং মাউস কম্বোটিতে ইন্টারনেট, ইমেল, প্লে/পজ এবং ভলিউমে তাত্ক্ষণিক অ্যাক্সেসের জন্য 8টি মাল্টিমিডিয়া হটকি রয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রিয় সাইটগুলি পরীক্ষা করতে পারেন

 

Logitech MK270

ব্র্যান্ডঃ লজিটেক(Logitech)

মডেলের নামঃ Logitech MK270

কালারঃ ব্ল্যাক(Black)

কানেক্টিভিটিজ টেকনোলজি ঃ Wireless

ব্যবহার যোগ্য যন্ত্রঃ ল্যাপটপ/ডেক্সটপ(Laptop/Dekstop)

দামঃ$24.99(১পিচ)

        

 

কম্পিউটারে ব্যবহার করার জন্য আপনি যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে ক্লিক করুন নিচে.....

 

BUY NOW….


 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন