Free Blogwebsite কে গুগল সার্চ কন্সলে যোগ করার নিয়ম; How To Add free blogsite on Google search Console;Mushitechbangla
একটি সাইটে পারফর্মমেন্স বিভিন্ন ধরণের সমস্যা যাচাই করার জন্য Google search Console; একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।আপনার সাইটে কোন পোষ্ট যদি অটোমেটিক ইন্ডেক্স না হয় তবে গুগল সার্চ কন্সল দিয়ে পোষ্ট ইন্ডেক্স এর জন্য আবেদন করা যায়।এতে করে একটি ব্লগ সাইট খুব সহজেই গুগল র্যাঙ্কিং এ চলে আসে।এতে করে ভিজিটর ও আসে এমন কি সেখান থেকে ইনকাম ও হয় অনেক বেশি।
এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ব্লগ পোষ্ট থেকে কেমন ইনকাম হয়।তো এটির উত্তর হলো আপনার যেই কোয়ালিটির হবে তেমন ভাবে আপনার ইনকাম বিল্ড হবে।তবে ইংরেজিতে যদি কোন পোষ্ট লিখেন তবে বাংলায় যেই পরিমান ইনকাম হতো তার থেকে দ্বিগুন ইনকাম বারবে।কারণ আমরা সকলে জানি ইংরেজি ইন্টারন্যাশলান ভাষা ।যেটি পুরো বিশ্বের মানুষ ব্যবহার করে আর এক একদেশে থেকে ইনকাম একেক রকমের হয়।যেই কারণে বাংলা এবং ইংরেজি পোষ্টের ক্ষেত্রে ইনকামের তারতম্য দেখা যায়।
আপনি যদি সকল সরকারি/বেসরকারী/এনজিও প্রতিষ্ঠানের চাকুরির বিজ্ঞপ্তির আপডেট পেতে চান তাহলে এখানে ক্লিক করে সাইটটিকে ফলো করে দিন।যাতে করে চাকুরির আপডেট পোষ্ট হবার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।
তবে যেমন ইনকাম হোক না কেন আপনি ভিজিটর বাড়াতে পারেন তাহলে আপনার ইনকাম বৃদ্ধি পাবে।
তবে চলুন শুরু করি আজকের মূল আলোচনা Free Blogwebsite কে গুগল সার্চ কন্সলে যোগ করার নিয়ম; How To Add free blogsite on Google search Console;
১।আপনি যখন আপনার সাইট টিকে Google search Console; এ সংযুক্ত করবেন তখন আপনি গুগুল থেকে সার্চ করে অথবা ব্লগ সেটিংস থেকে গুগল সার্চ কন্সলে প্রবেশ করতে পারেন।সেজন্য গুগলে লিখুন Google search Console।
Google search Console তে প্রবেশ করতে ক্লিক করুন;
২। লিংকটি ২ নং লিংকেই অবস্থান করে সেখান থেকে ক্লিক করে START NOW তে ক্লিক করুন। এরপর ওপেন হবে এমন একটি পেজ...।।
৩।আপনি যদি ডোমেইন কিনে থাকেন তবে প্রথম অংশটিতে আপনার সাইট লিংকটি দিয়ে কন্টিনিউ করতে হবে। যেমনঃ mushitechbangla.com
তবে যদি আপনার ফ্রি ব্লগ সাইট হয় বা আপনার ডোমেইন কেনা না থাকে তবে দ্বিতীয় নাম্বার অংশটিতে আপনার ফ্রি ওয়েবসাইট টি বসিয়ে কন্টিনিউ করুন। যেমনঃ https://mushitechbangla.blogspot.com ।এভাবে করে লিখতে হবে।
৪।সকল কাজ সম্পূর্ণ হলে নিম্নের পেজের মতো পেজ চালু হবে।
এই পেজে আপনার সাইটের পারফর্মমেন্স দেখতে পারবেন এবং আপনার সাইটটিকে গুগলে ইন্ডেক্স করতে পারবেন। সেজন্য এবার যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে সাইট্ম্যাপ যুক্ত করতে হবে।
আপনি যদি সকল সরকারি/বেসরকারী/এনজিও প্রতিষ্ঠানের চাকুরির বিজ্ঞপ্তির আপডেট পেতে চান তাহলে এখানে ক্লিক করে সাইটটিকে ফলো করে দিন।যাতে করে চাকুরির আপডেট পোষ্ট হবার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।
৫। সেজন্য আপনাকে সাইট্ম্যাপ অপশনে ক্লিক করতে হবে। তাহলে এমন একটি পেজ আপনার সামনে চালু হবে।
এই পেজটি চালু হবার পর Add a new sitemap অপশনে আপনার লিংকের পাশে sitemap.xml এই শব্দটি কপি করে পেষ্ট করে সাবমিট করে দিন।
এরপর পুনরায় সেই লিংকের পাশে atom.xml?redirect=false&start-index=1&max-results=500 এই শব্দ গুলো কপি করে পেষ্ট করে দিন এবং সাবমিট করুন।
এই শব্দ গুলো আপনার ব্লগ সেটিংসের Crawling and Index অপশনে থেকে নেওয়া ।
যদি দুটো এ্যাড করা লিংকের পাশে success লেখা দেখায় তাহলে সেটি সঠিক হয়েছে আর যদি না দেখায় তাহলে পুনরায় এ্যাড করুন হয়ে যাবে।
৬।আপনার পেজে কোন সমস্যা হলে আপনি পেজ এ্যক্সপেইয়েন্স,কোভারেজ,কোর ওয়েব ভাইটাল অপশনে দেখতে পাবেন।
৭।আপনার সাইটি যখন খুব ভাল পযায়ে চলে যাবে তখন নতুন একটি অপশন DISCOVERY নামে চালু হয়ে যাবে।যা আপনার সাইটটিকে আরও র্যাঙ্ক বাড়াতে সাহায্য করবে কারন আপনার করা পোষ্ট গুলো অটোমেটিক ব্রাউজাররের সার্চ অপশনে দেখাবে।
সব শেষে একটি কথা বলতে চাই ব্লগ সাইট এ কাজ করতে হলে আপনাকে প্রথমত ধৈর্য ধরতে হবে এবং লক্ষ্য ঠিক রাখতে হবে ।ইনশাআল্লাহ একদিন সাকসেস হবেন।
পরবর্তী আলোচনাটি হবে কিভাবে আপনি আপনার ব্লগ সাইটে পোষ্ট করবেন এমন কি তা কিভাবে গুগল সাইটে ইন্ডেক্স করবেন।
আপনি যদি সকল সরকারি/বেসরকারী/এনজিও প্রতিষ্ঠানের চাকুরির বিজ্ঞপ্তির আপডেট পেতে চান তাহলে এখানে ক্লিক করে সাইটটিকে ফলো করে দিন।যাতে করে চাকুরির আপডেট পোষ্ট হবার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন