Free Blogsite এ ফ্রি ব্লগ Templete সেট আপ করার নিয়ম; How to setup free templete on blogsite;Mushitechbangla
ব্লগসাইট তৈরি করার পর সেটি কিভাবে সেট আপ করতে হবে তার জন্য বিশেষ কিছু পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ কাজ রয়েছে ।তার মধ্যে Blog Templete সেট আপ করা এবং তার ভেতর কাস্টমাইজ করতে হবে ।সে সকল ধাপ গুলো জানতে হলে শেষ পর্যন্ত পোষ্টটি পড়ুন।
একটি ব্লগ সাইট তৈরি করার পর সব কিছু কাস্টমাইজ করে একটি নতুন ব্লগ টেমপ্লেট সংযুক্ত করলে সেই সাইটটি দেখতে যেমন সুন্দর দেখায় তেমনি আকর্ষনীয় হয়ে উতঠে সকল পাঠক দের কিংবা ভিউয়ারদের কাছে।সে জন্য একটি Templete অতীব জরুরি।
Templete Setup system on blogsite:
> প্রথমত আপনার যেই ধরনের ব্লগ সাইট সেই ধরণের ব্লগ টেমপ্লেট সেট আপ করতে হবে।
>আপনি ফ্রি টেমপ্লেট এবং পেইড টেমপ্লেট দুটোই ব্যবহার করতে পারবেন। ফ্রি টেমপ্লেটের চেয়ে পেইড টেমপ্লেটে গুগল র্যাংকিং এবং দ্রুত এ্যাডসেন্স পেতে সাহায্য করবে।
>টেমপ্লেট ডাউনলোড করে তা Extract ফাইল করতে হবে ।
>এরপর ব্লগ সাইটের Theme এ গিয়ে Customize এর এ্যারো তে ক্লিক করুন।
>এবার সেখানে Restore অপশনে ক্লিক করে Templete Extract ফাইলটি আপলোড করুন।
>আপলোড হয়ে থাকলে আপনি ব্লগের view blog এ ক্লিক করুন।সকল কিছু ঠিক থাকলেই আপনার ব্লগে Templete টি সেট আপ হয়ে গেছে।
আপনি কি চাকুরির বিজ্ঞপ্তি দেখতে চান? আপনি কি মনে করেন সকল সরকারি বেসরকারি কিংবা এনজিও প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি গুলো একসাথে থাকুক।তাহলে লিখাগুলোর ওপর ক্লিক করুন।
Blog Templete Download Link:
- Blog Templete বাছাই করুন এবং HERE ক্লিক করুন অথবা এই লিংকে প্রবেশ করুন।
- টেমপ্লেট বাছাই লিংকঃ https://gooyaabitemplates.com/
ULTRANEWS
> ম্যাগাজিন বিষয়ক টেমপ্লেট ডাউনলোড করুন এখানে
NEW MAGGNER
>অনলাইন ব্যবসা বিষয়ক টেমপ্লেট ডাউনলোড করুন এখানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন