কিভাবে ব্লগ পোষ্ট লিখতে হয় ।। How to write a blogpost ।। MUSHITECHBAGLA - MUSHITECHBANGLA

Latest

Welcome to mushitechbangla website.this is a techbangla website.Every post releted to tech.how to make a blog site,how to write a content and how to make money online easily .if you like and want to post.please follow the mushitechbangla.and follow the youtube channel.my youtube channel name MUSHITECHBANGLA.

আমার ব্লগ তালিকা

বুধবার, ২ মার্চ, ২০২২

কিভাবে ব্লগ পোষ্ট লিখতে হয় ।। How to write a blogpost ।। MUSHITECHBAGLA

 কিভাবে ব্লগ পোষ্ট লিখতে হয় ।। How to write a blogpost ।। MUSHITECHBAGLA

ব্লগ থেকে ইনকাম করতে হলে ব্লগে লিখতে হবে পোষ্ট।যেকোন ভাবে পোষ্ট লিখতে তা গুগল র‍্যাঙ্কে আসবে না সেজন্য কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। পোষ্ট লিখতে হবে তা যেন হয় দর্শক আকর্ষণীয়।দর্শক বৃদ্ধি না পেলে আপনার ইনকাম ও বৃদ্ধি পাবেনা।এতে করে আপনি কাজ করার মন মানসিকতা হারিয়ে ফেলবেন।

মনে করেন যে, আমি একটি পন্য বিক্রির জন্য একটি পোষ্ট করলাম তাতে যদি দর্শক আকৃষ্ট না হয় তারা কিভাবে সেই পন্য কিনবে।আবার যদি কোন বিজ্ঞপ্তি প্রকাশ করতে চান এতে দর্শক সম্পূর্ণ তথ্য পেল না তাহলে তিনি কি দ্বিতীয় কোন পোষ্ট পড়বে।সেজন্য যেমন তেমন করে ব্লগ পোষ্ট লিখলেই হবে না তা যেন দর্শক আকৃষ্ট করতে পারে এমন করে লিখতে হবে ।এবং তা যেন গুগল র‍্যাঙ্কে পৌছাতে পারে সেজন্য ভাল ভাল গুরুত্বপূর্ণ কি ওয়ার্ড ব্যবহার করতে হবে,সেই সাথে ব্যাক লিংক ব্যবহার করতে হবে।

কিভাবে ব্লগ পোষ্ট লিখতে হয় ।। How to write a blogpost ।। MUSHITECHBAGLA



যেভাবে লিখবেন ব্লগ পোষ্টঃ 


১। যে বিষয়ে পোষ্ট লিখতে চান সেই বিষয়ে মানুষ কোন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করে সে বিষয় গুলো বের করতে হবে।এজন্য গুগল এ্যাড কিওয়ার্ড প্ল্যাণার ব্যবহার করতে হবে।
এতে করে মানুষ কত সার্চ করে সব দেখাবে।

GOOGLE PLANNER KEYWORD RESEARCH OPEN >>>>>>CLICK HERE

২। যত সম্ভব ইংরেজিতে পোষ্ট লিখতে চেষ্টা করতে হবে ্তবে না পারলে বাংলায় লিখলেও সমস্যা নেই।।

৩। পোষ্টের মধ্যে কিওয়ার্ড গুলো পোষ্টের ভেতর এমনকি টাইটেলে ব্যবহার করতে হবে।

৪।পোষ্টের ভেতরে ব্যাক লিংক তৈরি করতে হবে।

৫।পোষ্টের লেখা গুলো বিভিন্ন রঙয়ের ব্যবহার করতে হবে।

৬।বিভিন্ন জায়গায় লিখা গুলোকে বিভিন্ন সাইজের করতে হবে।এতে করে দেখার সৌন্দর্য বৃদ্ধি পাবে।এমন কি দর্শক আকৃষ্ট হবে।

৭।ওপেন করে নিয়ম অনুযায়ী ব্লগ পোষ্ট লিখতে হবে।

৮।এরপর লেবেল দিতে হবে পারমালিংক এ্যাড করতে হবে।
\৯।বক্সে পোষ্ট সম্পর্কে সংক্ষিপ্তভাবে লিখতে হবে।

১০।অতপর তা পোষ্ট করতে হবে ।

১১।তারপর স্যোশাল মিডিয়া এমন কি সকল জায়গায় শেয়ার করতে হবে।

অতএব এতে করে আমরা বুঝলাম পোষ্ট লিখতে হয়ে কিভাবে  করে।এবং পোষ্টের মধ্যে কোন কোন কাজ করা অতি জরুরি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন