একটি ব্লগে পোষ্ট লেখার পর তা পাঠকের কাছে পৌছানো হল প্রথম কাজ।সে হতে পারে বিভিন্ন ভাবে যেমন সোস্যাল মিডিয়া কিংবা শেয়ার লিংক অথবা সরাসরি ।
এখন অনেকেই প্রশ্ন করতে পারেন সরাসিরু কিভাবে পাঠকদের কাছে পোষ্ট শেয়ার করব।
এর উত্তর হলো পাথকের কাছে কোন পোষ্ট সরাসরি শেয়ার করার মাধ্যম হল গুগলে পোষ্ট ইন্ডেক্স করা। আর সেটি করতে হবে যে উপায়ে তা জানতে হলে শেষ অবদি পোষ্টটি পড়ুন।
আরও অন্যান্য বিষয় জানতে নিম্নের পোষ্ট গুলো লক্ষ্য করুন--------------------
একটি পোষ্ট কিংবা আর্টিকেল লেখার পর সেটিকে দর্শকের কাছে পৌছানোর কিছু গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে গুগল।আর যেটি পুরো বিশ্বে বহুল প্রচলিত।সারা বিশ্বের সব খবরাখবর সমূহ জানার অন্যতম মাধ্যম হচ্ছে গুগল।আর তাই কোন আর্টিকেল লেখার জন্য গুগলে তা পাবলিশ করতে হবে।
গুগলে পোষ্ট ইন্ডেক্স করার নিয়ম--------------------
গুগুল সার্চ অপশনে ক্লিক করে গুগুল সার্চ কনশল নামে একটি লিংকে প্রবেশ করতে হবে ।এর পর হতে প্রয়োজনীয় তথ্যদি পূরণ করে গুগুল সার্চ কনশল অপশনটি চালু করতে হবে।
এর পর হতে পোষ্টের লিংক টি কপি করে তা গুগল সার্চ অপশ এর URL INFECTION এ ক্লিক করতে হবে।তাহলে একটি অপশন চালু হবে।সেখানে কপি কৃত লিংকটী পেষ্ট করে সাবমিট করতে হবে।
এর প্রায় ঘন্টা খানেক পর হতে পোষ্টোটি গুগল সার্চ অ্পসন চলে আসবে ইনশাল্লাহ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন