আপনি যদি ভাল কোন কন্টেন্ট রাইটার হন এবং তা থেকে মাসে কিছু টাকা ইনকাম করতে চান তাহলে এই কন্টেন্ট টি আপনার জন্য। বাংলা কন্টেন্ট লিখে আয় করতে এবং তা থেকে মাসে ১০০০ ডলার ইনকাম করে নিজেকে সাবলম্বি করার জন্য আপনাদের জন্য এটি একটি মজার বাংলা কন্টেন্ট হতে যাচ্ছে।শুধু মাত্র একটু ধৈর্য্য ধরে শেষ পর্যন্ত কন্টেন্টটি পড়ুন।
ব্লগ কি?ব্লগ তৈরির নিয়ম?ব্লগ পোস্ট কি ধরনের কনটেন্ট?
বাংলা কন্টেন্ট রাইটিং ওয়েবসাইট!
কন্টেন্ট লেখার জন্য থাকতে হবে একটি সাইট ।যা আপনি ফ্রিতেই খুলতে পারবেন।ব্লগ সাইট খোলার নিয়ম -
ব্লগ সাইট খোলার জন্য থাকতে হবে একটি জিমেইল একাউন্ট । গুগলে blogger.com লিখে create new blog এ ক্লিক করতে হবে। এরপর আপনার সাইটের টাইটেল দিয়ে এড্রেসটি লিখুন এবং পছন্দ মত থিম সিলেক্ট করে create blog এ ক্লিক করুন। এরপর ব্লগে সেরা কন্টেন্ট লিখতে থাকুন। ব্লগে পোষ্ট লিখার নিয়ম জানতে MUSHITECHBANGLA লিখাটিতে ক্লিক করুন। ব্লগের শুধু বাংলা কিংবা ইংরেজি অথবা দুই ভাষাতেই লেখা যায়।
ব্লগ থেকে আয় করার উপায়
ব্লগ থেকে বিভিন্ন ভাবে অনলাইনে ইনকাম করা যায়। ব্লগে কন্টেন্ট লিখে,এ্যাফিলিয়েট মার্কেটিং করে কিংবা কোন কোম্পানীর বিজ্ঞাপন প্রচার করে।তবে এর জন্য প্রয়োজন হল ধৈর্য্য ধারন।
how to make money blogging for beginners |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন